নলাটেশ্বরী মন্দির
নলাটেশ্বরী
ব্রাহ্মণী নদীর তীরে প্রাচীন জনপদ নলহাটি। এখানেই আছে অনুচ্চ এক টিলা- স্থানীয় নাম পার্বতী পাহাড়। এই পাহাড় তন্ত্রসাধক দের কাছে অত্যন্ত পবিত্র সাধনভূমি। শোনা যায় দেশের নানা প্রান্ত থেকে শক্তি সাধকেরা আসেন এখানে সাধনা করতে। এই পাহাড়েই অবস্থান করেছেন স্বর্ণজিহ্বা, কুঙ্কম চর্চিতা মহাকালী- সতীর কন্ঠনালীই মহাকালী রূপে এখানে পূজিতা। পীঠ ভৈরব রূপে অবস্থান করেছেন যোগীশ। বীরভূমের একমাত্র সতীশক্তি ক্ষেত্র যেখানে ভৈরব , পীঠ জননীর আগে স্বয়ং গোবিন্দকে ভোগ দেওয়া হয়। তাই বলা যায় এই স্থল শাক্ত ও বৈষ্ণব মিলনক্ষেত্র।
নলাটেশ্বরী মন্দির
আকালিপুর গুহ্যকালী বিগ্রহ
উৎসব ও মেলাঃ রানী ভবানীর নাটোর রাজবংশের পক্ষ হতে আষাঢ় মাসের শুক্লা চতুর্দশী তিথিতে মাকে প্রথম অন্ন ভোগ দেওয়া হয়েছিল। সেই থেকে প্রতিবছর ঐ দিন যাগযজ্ঞ ও বিশেষ উৎসব হয়ে থাকে।
থাকা-খাওয়াঃ নলাটেশ্বরী মন্দিরের গায়েই আছে অতিথি নিবাস। সেখানে থাকার বন্দোবস্ত আছে। এছাড়া মায়ের অন্নভোগ গ্রহণের নিত্য ব্যবস্থা থাকে।
নলাটেশ্বরী মন্দির
আকালিপুর গুহ্যকালী মন্দির
কি কি দেখবেনঃ মাতৃ মূর্তি দর্শন করে ছোট গাড়ি নিয়ে চলে যাওয়া যায় আকালিপুর যেখানে মহারাজ নন্দকুমারের গুহ্যকালী অবস্থান করছেন। কথিত আছে এ কালী স্বয়ং জরাসন্ধ দ্বারা পূজিতা। কাছেই আছে রামকৃষ্ণ আশ্রম।
কি ভাবে যাবেনঃ রামপুরহাট থেকে একটি স্টেশনের পরই নলহাটি। এছাড়া রামপুরহাট থেকে ছোট যে কোন গাড়িতে মাত্র ১৫ কিমি রাস্তা হল নলহাটি।