top of page
3T7A3356_edited.jpg

বোলপুরের বুদ্ধমূর্তি

naw173_edited.jpg

সর্বধর্মমিলনভূমি

naw173_edited.jpg

বীরভূমের মাটিকে সর্বধর্মের মিলনভূমি বলা যায়। শাক্ত- বৈষ্ণব-শৈব যেমন হিন্দু ধর্মের নানান ধর্মভাবকে একত্রিত করে এক মহাভাব সমন্বয় ঘটিয়েছেন তেমনি বিভিন্ন ধর্ম নানান ভাব পুষ্ট করেছে এই মাটিকে। যে ধর্মীয় নিদর্শনগুলি বীরভূমের অন্যতম পর্যটন ক্ষেত্র বলে মনে করা যেতে পারে, তা হল- 

Patharchapori Masjid (4).jpg

দাতাবাবার মাজার

naw173_edited.jpg

সুফি-জৈন-খ্রিস্ট ধর্মীয় স্থান

সিউড়ির লাল গির্জা

Northern_Evangelical_Lutheran_Church,_Suri_14_edited.png

দাতাবাবার মাজার

Patharchapori Masjid (9)-2.jpg

যোগী পাহাড় জৈন তীর্থক্ষেত্র (প্রস্তাবিত)

jogi7.jpg
naw173_edited.jpg

বীরভূমে বৌদ্ধ ধর্মের বিস্তার ও বৌদ্ধ চর্চাকেন্দ্রের নানান ঐতিহাসিক তথ্য ও মতামত পাওয়া যায় বীরভূম গবেষকদের লেখায়। কিন্তু কালের গ্রাসে আজ সে সকল বৌদ্ধ নিদর্শন হিন্দু দেবদেবীর মধ্যে মিশে গেছে এমনভাবে, যে আজ আর সাধারণ পর্যটকের কাছে তার কোন প্রত্যক্ষ দ্রষ্টব্য স্থান নেই। কিন্তু মগ্ন গবেষক বা বৌদ্ধ ইতিহাস সন্ধানে আগ্রহীদের জন্য অপার সম্পদ ছড়িয়ে আছে উত্তর বীরভূমের মিত্রপুর, কনকপুর, বারাগ্রাম, পাইকর প্রভৃতি গ্রামে। শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে এবং সোনাঝুড়ি সন্নিকটে সুবৃহৎ বৌদ্ধ মূর্তি অবশ্যই দ্রষ্টব্য।

  বৌদ্ধ ধর্মের নিদর্শন

bottom of page